
শিশুশিল্পী হিসেবে তিনবার জাতীয় পুরস্কার জিতেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে’—
গ্রামীণফোনের বিজ্ঞাপনে এই সংলাপ উচ্চারণ করে রাতারাতি তারকাখ্যাতি পান দীঘি। ছোট্ট দীঘি ছিলেন সবার ভালোবাসার শিল্পী। কিন্তু এখন প্রায়শই সমালোচনার মুখোমুখি হন তিনি।
কয়েকদিন আগে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর সঙ্গে ঝামেলায় জড়ান দীঘি। সম্প্রতি ‘সুড়ঙ্গ’ নামের একটি সিনেমায় অন্তর্ভুক্তি নিয়েই যত কথা। তখন রাফী জানিয়েছিলেন, ছোটবেলার সেই দীঘিকে তিনি পছন্দ করেন কিন্তু বর্তমান সময়ের দীঘি চলচ্চিত্রের জন্য ফিট নন।
তাই তার সিনেমায় তাকে নেননি। তিনি দীঘিকে টিকটক ছাড়ারও পরামর্শ দেন।
ছোটবেলায় সবার ভালোবাসা পাওয়া প্রসঙ্গে দীঘি বলেন, ‘ছোটবেলায় যে পরিমাণ মানুষ ছোট্ট দীঘিকে ভালোবাসতো বড়বেলায় আমি এখনও সেই পর্যন্ত যেতে পারিনি। এ জন্য বড়বেলার দীঘিকে আরও টাইম দেওয়া উচিত। তবে এখন আমাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করছে এ নিয়ে আপসেট হওয়ার কিছু নেই।’
তিনি বলেন, ‘সমালোচনা হলে আমি কষ্ট পাই না। বরং এসব কিছু আমাকে স্ট্রং করে। দিন শেষে মানসিকভাবে শক্তি পাই, শিক্ষা নিই। যত বেশি সমালোচনা হবে তত বেশি জেদ চাপবে। তত বেশি ভালো কাজ করতে হবে। মাঝেমধ্যে এসব দরকার আছে, নইলে সব কিছু নিরামিষ মনে হবে।’
Leave a Reply