
আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে পর্দা নামল ২০২২ কাতার বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৭২টি গোলের মধ্যে টুর্নামেন্টের সেরা গোল বাছাই করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েই নিজের শ্রেষ্ঠত্বে প্রমাণ দিয়েছেন ব্রাজিলের খেলোয়ার রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে সিজার কিকের মাধ্যমে একটি গোল করেন। সেই গোলটিই এবারের আসরের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।
গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের পাস থেকে বল পেয়ে শরীর বাতাসে ভাসিয়ে বাইসাইকেল কিকে বল জালে জড়ান রিচার্লিসন।
কিন্তু বিশ্বকাপের এবারের আসরে খুব বেশি সুবিধা করতে পারেনি তার দল ব্রাজিল। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে সেলেসাওরা। এরপর দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোল ব্যবধানে উড়িয়ে উঠে যায় সেরা আটে। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে ৪-২ গোলে পরাজিত হয়ে বিদায় নেয় সেলেসাওরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।
Leave a Reply